নিজস্ব প্রতিবেদক
বিএনপি- ছাত্রদল পরিচয়ে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাসিন্দা সাগর পাটোয়ারী। গতকাল সোমবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাগর পাটোয়ারী বলেন, আমাকে জড়িয়ে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন কর হয়। সংবাদে বলা হয়েছে বগাদানা ইউনিয়নের বাসিন্দা প্রবাসী ইসমাঈলের বাড়িতে আমি নাকি চাঁদা দাবি করে ভাংচুর করেছি। এই ঘটনা সমন্ধে আমি কিছুই জানি না। বরং আমি ভুক্তভোগী ইসমাঈলের বোনকে বিদেশে যাওয়া সংক্রান্ত টাকার সমস্যা সমাধানে সহযোগিতা করেছি৷ গত ২৩ ফেব্রুয়ারি আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে। সত্যিই বিষয়টও অত্যন্ত দুঃখজনক। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সমন্ধে সংশ্লিষ্ট সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করেন।