বিশেষ প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন কে বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত করায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১২অক্টোবর) বিকেলে চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাযিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বসরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওবায়েদ হোসেন ফরিদ ও যুবদল নেতা কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন পাটোয়ারী, জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহাম্মদ, সাধারণ সম্পাদক খুরশীদ আলম ভূইয়া, সোনাগাজী উপজেলা সমবায় দলের আহ্বায়ক ছালাহ উদ্দিন আকবর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল আলম সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন ও চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন।
এসময় প্রধান অতিথি সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, বিএনপি গণমানুষের দল, বিএনপি সাধারণ মানুষের দল।
আমরা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই। আমাদের সংগঠনের কোন নেতাকর্মী যেন অন্যায় কাজে জড়িয়ে না পড়ে তার জন্য ইতোমধ্যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বিএনপি পরিবারের সকল নেতাকর্মীকে সর্তক করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে বিগত সময়ের বিএনপির পরিক্ষিত নেতাকর্মীরা যেন হারিয়ে না যায় সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।