ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলাধীন বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের কৃতি সন্তান। তিনি আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় “আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া”থেকে মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। উনি এলাকার একজন শিক্ষানুরাগী ব্যক্তি।
গত ৬ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরির্দশক মো: আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে ড.মোহাম্মদ নিজাম উদ্দিন কে সভাপতি মনোনয়ন প্রদান করেন।
উক্ত কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়া দাতা,প্রতিষ্ঠাতা ও হিতৈষী সদস্য পদে একজনকে মনোনয়ন দিবেন সভাপতি এবং শিক্ষকদের মধ্য থেকে একজন প্রতিনিধি ও অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় উক্ত কমিটির মেয়াদ ছয় মাস। উক্ত সময়ের মধ্যে অত্র কমিটি নিয়মিত গর্ভনিং বডি গঠন করবেন।